শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত ছাত্রলীগকর্মীর নাম আবু সালমান। সে বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার সন্ধ্যায় আবু সালমান ১০-১৫ জন কর্মী নিয়ে শাহপরান হলের দিকে গেলে তাকে মারধর করে হলের অতিথি কক্ষে নিয়ে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ছাত্রলীগ কর্মী আবু সালমানকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে তারিকুল ইসলাম জানান, ‘তাকে কোন মারধর করা হয়নি। সে বহিরাগত কয়েকজন নিয়ে আসছিল এবং জুনিয়র কর্মীরা এগ্রেসিভ হয়ে তাকে আটক করে। পরে আমরা তাকে প্রভোস্ট স্যারের কাছে নিয়ে যাই এবং তার মোবাইল ঘেটে নাশকতার ডকুমেন্ট পাওয়া গেলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।’
শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘বৈধ ১০-১৫ জন শিক্ষার্থী শাহপরান হলের দিকে গেলে প্রক্টর জহির উদ্দিন আহমেদের উপস্থিতিতে শাখা ছাত্রলীগের সহ সভাপতি তারিকুল ও তার অনুসারীরা সালমানকে মারধর করে। এসময় সাধারণ সম্পাদক ইমরান খানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর