দ্বিতীয়বারের মতো বসন্ত উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের (ডিইউসিএস)। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জুঁই পরিবেশিত ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত উৎসব পাওয়ার্ড বাই কুল। উৎসবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দেশ-বিদেশের সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে সকাল ১০টায় শুরু হবে উৎসব। উৎসবের সমাপনী রাত ৯টায়। বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রাম্য মেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্টের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হবে। এতে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে নাট্য ব্যক্তিত্ব অনন্ত হীরা ও নূনা আফরোজকে।
সম্পূর্ণ উৎসবকে দুইটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান ও বসন্ত উৎসব এর বিশেষ র্যালি। দ্বিতীয় পর্বে ডিইউসিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে থাকবে- পুঁথিপাঠ, গম্ভীরা, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম নিয়ে বিশেষ গীতিনাট্য পরিবেশনা, কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে বিশেষ নৃত্যনাট্য পরিবেশনা, নানা শ্রেণী-পেশার মানুষের জীবন নিয়ে পরিবেশনা ‘নানা রঙয়ের বাংলাদেশ’,পাহাড়ি নৃত্য, লাঠিনৃত্য, পুতুল নাচ ও নাট্যদল ‘বঙ্গলোক’ এর পরিবেশনা ‘রূপচান সুন্দরীর পালা’।
উৎসবের শেষ ভাগে থাকবে জনপ্রিয় ব্যান্ড দল জলের গান ও গানকবি'র বিশেষ সঙ্গীত পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বসন্ত উৎসবে আগত দর্শকদের মনোরঞ্জণের জন্য উৎসব প্রাঙ্গণে গ্রামীণ মেলার আয়োজন থাকবে।
নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ, বানর নাচ, মোরগ লড়াই, বেলুন শ্যুটসহ নানা ধরনের বাঙ্গালি খাবার ও লোকজ হস্ত ও মৃৎশিল্পের পসরা বসবে এ মেলায়।
বিডি প্রতিদিন/২৮ মার্চ, ২০১৮/ফারজানা