ক্যাম্পাসকে নিরাপদ, শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করার উদ্দেশ্যে চার দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে দুই দিনব্যাপী এ গণস্বাক্ষর কর্মসূচির প্রথম দিনে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।
চার দফা কর্মসূচিগুলো হল সপ্তাহে সাত দিন রাত দশটা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখতে হবে, নিজের বই নিয়ে লাইব্রেরি বিল্ডিংয়ে পড়ালেখা করার জন্য কমন স্টাডি রুমের ব্যবস্থা করতে হবে, ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, ফুডকোর্ট ও টঙগুলো সপ্তাহে সাতদিন খোলা রাখাসহ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা, মুক্তমঞ্চ, চেতনা’৭১, গোলচত্ত্বরের আশপাশসহ সকল গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৮/হিমেল