বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় টিএসসিসি থেকে ছাত্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বেলা ১২টার দিকে টিএসসিসিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শারমিন আক্তার সুমী অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
ইবি শাখা ছাত্র মৈত্রীর আহবায়ক মোরশেদ হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড নুর আহমদ বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, ছাত্র মৈত্রী কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক খান শশী প্রমুখ।
আলোচনা সভা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এরপর দুপুর দুইটার পর থেকে অনুষ্ঠানের কাউন্সিলিং পর্ব শুরু হয়। ইবি শাখা ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক আব্দুর রউফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সম্মেলন শেষে দুপুর দুই টার দিকে মোরশেদ হাবিবকে সভাপতি এবং আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কামরুজ্জামন জোবায়ের, আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শামীমুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরশেদুল ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও গবেষনা সম্পাদক সবুজ হোসেন, অর্থ সম্পাদক শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার