সাক্ষাৎকার দেবেন, নতুন চাকরি হবে-এই স্বপ্ন নিয়েই ঢাকায় ছুটছিলেন মাহিদ আল সালাম। কিন্তু পথিমধ্যেই তার স্বপ্ন উড়ে গেল, মিশে গেল অন্ধকারে। ছিনতাইকারীদের ছুরিকাঘাত মাহিদের স্বপ্নকেই শুধু নয়, মাহিদকেই বিদায় করে দিয়েছে পৃথিবীর আলো-বাতাস থেকে।
মাহিদ আল সালাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শাবির অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী তিনি। ২০১১-১২ সেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। চাকরির সাক্ষাৎকার দেয়ার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে গত রবিবার মধ্যরাতে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকাস্থ বাসা থেকে বেরিয়েছিলেন তিনি। নগরীর কদমতলি এলাকায় ছিনতাইকারীদের খপ্পড়ে পড়ে সর্বস্ব হারান মাহিদ, উরু ও হাঁটুর পেছনে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণও হারান তিনি।
মাহিদ খুনের ঘটনায় তার চাচা ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল মামলা দায়ের করেছেন চারজনের বিরুদ্ধে। এরা হলো মির্জা আতিক, তায়েফ মো. রিপন, শাকিল ও রাসেল। তার মধ্যে প্রধান আসামি আতিক এবং রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। আতিক বুধবার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, রিপনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
পুলিশ বলছে, মাহিদ খুনের মামলার আসামি চারজনই পেশাদার ছিনতাইকারী। আতিক ও রিপনের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের একাধিক মামলাও আছে।
নগরীর দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, ‘পেশাদার ছিনতাইকারী আতিক এবং রিপনের বিরুদ্ধে একাধিক মামলা আছে।’
গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতারের পর আতিকের স্বীকারোক্তি অনুসারে মাহিদকে ছুরিকাঘাতে ব্যবহৃত ছোরাও উদ্ধার করে পুলিশ।
এদিকে, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মাহিদ হত্যার দায় স্বীকার করেছেন আতিক। ছিনতাইয়ের সময় মাহিদ বাধা প্রদান করায় তাকে ছুরিকাঘাত করা হয় বলে আদালতকে জানান তিনি। দুটি মোটরসাইকেলে চারজন এসে মাহিদকে ঘিরে ধরে তার সবকিছু ছিনতাই করার কথাও জানিয়েছেন আতিক।
আতিকের স্বীকারোক্তির বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, ‘ছিনতাইকারীরা মাহিদকে ঘিরে ধরে সবকিছু কেড়ে নিতে থাকে। মাহিদ তখন বাধা প্রদান করলে তাকে ছুরিকাঘাত করা হয়।’
সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, ‘আদালতে আতিক বলেছে, দুটি মোটরসাইকেলে চারজন ছিল তারা। ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা মাহিদকে ছুরিকাঘাত করে। ছিনতাই শেষে পালিয়ে যায়।’
মাহিদের চাচা, আওয়ামী লীগ নেতা এটিএম হাসান জেবুল বলেন, ‘ছিনতাইকারীদের এই যে নৃশংসতা, এর দৃষ্টান্তমূলক বিচার হোক।’
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব