শাবি শিক্ষার্থী মাহিদ আল সালামের হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ছিনতাই চক্রের মূল হোতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারুক উদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন খান, চৌধুরী আব্দুল্লাহ আল বাকী, প্লাবন চন্দ্র সাহা, মাহিদের বন্ধু সাইফুল মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত রোববার মাহিদরে হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় মির্জা আতিক ও তায়েফ মোহাম্মদ রিপন নামের দুই তরুণকে মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়। এর মধ্যে মির্জা আতিক পুলিশের কাছে ছিনতাই ও ছুরিকাঘাতের কথা স্বীকার করে।
বিডিপ্রতিদিন/ ই জাহান