চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত কয়েকদিন ধরে চলমান সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ২০ কর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভাঙচুর মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘আমরা তদন্ত সাপেক্ষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়।’
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’পক্ষ গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। ফলে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছিল উত্তেজনা। কয়েক দফা পুলিশি লাঠিচার্জেও ক্ষান্ত হননি তারা। সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাহ্ জালাল ও সোহরাওয়ার্দী হলে অভিযান পরিচালনা করে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় হল দু’টি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের ২০ কর্মীকে আটক করা হয়। পরে তাদেরকে হাটহাজারি থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বিকেলের দিকে পুরোনো ভাঙচুর মামলায় ওই আটককৃত ছাত্রলীগের ২০ কর্মীকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার