১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৩

'ধৃষ্টতা দেখালে পিঠের চামড়া থাকবে না'

অনলাইন ডেস্ক

'ধৃষ্টতা দেখালে পিঠের চামড়া থাকবে না'

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ ধৃষ্টতা দেখালে তার পিঠের চামড়া থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান। বিএনপিকে একটি ষড়যন্ত্রকারী দল হিসেবেও আখ্যা দেন তিনি।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আল নাহিয়ান খান বলেন, শামসুজ্জামান টক শোতে বড় বড় কথা বলেন। তাকে বলব, টকশো'তে বড় কথা না বলে পারলে রাজপথে এসে মোকাবিলা করুন। তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা শুরু হয়ে গেছে। 

শামসুজ্জামানকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ মাঠে থাকবে। 

সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, আগামীকাল ছাত্রলীগের প্রতিটি ইউনিট থেকে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হবে। এই সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। 

সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও শাখা সাধারণ সম্পাদক ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও ঢাবির নেতারা বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর