১০ অক্টোবর, ২০১৯ ১০:১০

আবরার ফাহাদ স্মরণে শোকর‌্যালি করবে ছাত্রলীগ

অনলাইন ডেস্ক

আবরার ফাহাদ স্মরণে শোকর‌্যালি করবে ছাত্রলীগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে শোকর‍্যালি করবে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার রাতে ছাত্রলীগের পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার এ শোকর‍্যালি আয়োজন করা হবে। আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে র‌্যালি শুরু হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বুয়েটের মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। এ হত্যাকাণ্ডটি ছাত্র সমাজসহ প্রতিটি মানুষের হৃদয়ে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ নিহত আবরার ফাহাদের স্মরণে এক শোকর‌্যালির কর্মসূচি গ্রহণ করেছে। 

প্রসঙ্গত, আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরে-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। রবিবার মধ্যরাতে হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। অভিযোগ, ছাত্রলীগের নেতারা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে ডেকে নিয়ে বেদম মারধর করেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর