ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেছেন, বাংলা ভাষা যেন শুধু সাহিত্যে সীমাবদ্ধ না থাকে, এটা যেন সার্বজনীন হয়। কেননা, আমাদের ভাষা আন্দোলনের মৌলিক দর্শন ছিল অসাম্প্রদায়িক, সার্বজনীন, সব জাতি সত্ত্বার মানুষকে সুরক্ষা দেওয়া। ভাষা সার্বজনীন হলে যেকোনো দেশের জন্য এসডিজি লক্ষ্য অর্জন সহজ হবে। আজ শুক্রবার শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, আমাদের ভাষার মর্ম তখনই বাস্তবে আসবে যখন বাংলা ভাষা হবে সার্বজনীন। তাই এটা যেন সার্বজনীন ভাষা হয়, বাংলা যেন বিজ্ঞান ও চিকিৎসার ভাষা হয়। যদি এটা করতে পারি তবেই এ ভাষার মর্ম আসবে।
এ সময় ঢাবির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম