ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টা মীর মশাররফ হোসেন ভবনের করিডরে লোকপ্রশাসন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা চিতই, ভাঁপা, রস বড়া, মাছ পিঠা, নিমকি, বরফি, ভাপাকুলি, সেমাই পিঠা, রোল পিঠা, ফুল পিঠা, হৃদয় হরণ, পাটি সাপটা, গোলাপ, নকশি, ব্যান্ড পিঠা, জর্দার বর্ফি, দুধ চিতইসহ শতাধিক পদের পিঠা নিয়ে এ উৎসব করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পিঠা উৎসবে বিভাগের চলমান পাঁচটি ব্যাচ অংশ নেয়। এসময় পৃথকভাবে পিঠা প্রদর্শন করে তারা।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মাদ আসাদুজ্জামান, অধ্যাপক মোহাম্মাদ সেলিম, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন