চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ছাত্র প্রবীর ঘোষের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
রুহুল আমীন বলেন, উভয়পক্ষের বক্তব্য শোনার পর বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ (৫০৯) ধারা অনুযায়ী এ রায় দেয়া হয়েছে।
ইভটিজিংয়ে অভিযুক্ত শিক্ষার্থী প্রবীর ঘোষ চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্রী চবির অন্য বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/আরাফাত