ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে এবং সম্প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাখাওয়াত হোসেন শিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুরুর রহমান।
মানববন্ধনে শিক্ষার্থীরা ভারতের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি বিশ্ব মানবাধিকার সংস্থা জাতিসংঘের সাহায্য কামনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার