রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টাররোল কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে 'প্রতিকী অনশন' কর্মসূচি পালন করেছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। মাস্টাররোল কর্মচারী পরিষদের ব্যানারে শতাধিক কর্মচারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এর আগে, গত ২৬ জানুয়ারি একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় মাস্টারোল কর্মচারী ঐক্য পরিষদ। বিষয়টি সুরাহার জন্য একইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৪৯৭তম সিন্ডিকেটে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করলে আন্দোলন স্থগিত করেন তারা। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে বিষয়টি সুরাহার জন্য নির্দেশ দেওয়া হয়ছিল।
পরবর্তীতে এই কমিটির অগ্রগতি দৃশ্যমান না হলে গত ১০ই ফেব্রুয়ারি প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন