পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে উইলি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনলাইন বুকস অ্যান্ড জার্নালস “Wiley Awareness Program on Online Books and Journals” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ডকুমেন্টেশন অফিসার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং গ্রন্থাগারিক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ডিন কাউন্সিলের কনভেনর ও মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. লোকমান আলী, রিসোর্সপার্সন উইলি অনলাইন লাইব্রেরির মার্কেটিং ম্যানেজার মি. নিতেন প্যাট্রিক ও উইলি ইন্ডিয়ার সিনিয়র একাউন্ট ম্যানেজার মি. রাহুল দাস গুপ্ত। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনসহ শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম