চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে মেডিকেল কলেজের লবিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের পাঁচজনকে চমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া আহতদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড করা হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে পুলিশও মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শামীম হাসান বলেন, ‘দুপুরে একটি পক্ষ ছাত্রাবাস মেরামতের দাবি দাওয়া নিয়ে আমার কাছে আসে। ওই পক্ষটি বের হওয়ার পর পর ছাত্র সংসদের নেতারা অধ্যক্ষ কার্যালয়ে প্রবেশ করে। কিন্তু ভেতরে একটি সংস্থার লোক থাকায় তাদের সঙ্গে কথা বলি নাই। পরে কার্যালয় থেকে বের হয়ে নিচে দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। পরে পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা আশঙ্কামুক্ত।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন