৩১ মার্চ, ২০২০ ১৬:১৮

অনলাইনে ক্লাস কার্যক্রম চালু করবে শাবিপ্রবি

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

অনলাইনে ক্লাস কার্যক্রম চালু করবে শাবিপ্রবি

করোনাভাইরাসের ফলে দেশে উদ্ভুত বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিগগরিই অনলাইনে ক্লাস কার্যক্রম চালু হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, করোনার ফলে দেশের শিক্ষাব্যবস্থার স্থবির দশাকে আবার গতিশীল করতে ইউজিসির নির্দেশনা অনুসারে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের ইতিমধ্যে দেওয়া হয়েছে। জুম, সিসকো ওয়েবেক্স, গুগল মিট ও বিভিন্ন উপকরণ শেয়ারের জন্য গুগল ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা তাদের ক্লাস নিতে পারবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর