করোনাভাইরাসের কারণে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
গত রবিবার (১২ এপ্রিল) এই বিষয়ে শিক্ষকদের কাছে পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে আগামী ১৫ এপ্রিলের মধ্যে শিক্ষকদের পরামর্শ জানাতে বলা হয়েছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো নিজামুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাস বিশ্বব্যাপী মানুষের জীবন প্রবাহে পরিবর্তন এনে দিয়েছে। বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব ক্রমশ বাড়ছে। এরইমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের শিক্ষার্থীরা তাদের বাড়িতে অবস্থান করছে। তাদের অনেকের খণ্ডকালীন কাজ ও টিউশনির অর্থে তাদের পরিবারের জীবনযাত্রার ব্যয় নির্বাহ হয়ে থাকে। ফলে এসব শিক্ষার্থী ও তাদের পরিবার চরম দুরাবস্থার মধ্যে পড়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসব শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পদক্ষেপ নিতে চায়। আমাদের শিক্ষক সমিতির ত্রাণ তহবিলে দুর্যোগকালে সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় অর্থ রয়েছে। সাধারণত এই ত্রাণ তহবিলের অর্থ বিপদাপন্ন মানুষের জন্য ব্যয় করা হয়। সমন্বিতভাবে এই অর্থ অধিক সংখ্যক শিক্ষার্থীদের সহযোগিতা দিতে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে একমত হয়েছে।
চিঠিতেআরও বলা হয়েছে, এরইমধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন মাসিক ভিত্তিতে ৯৬৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে। এলামনাইয়ের সঙ্গে আলোচনা করে সংকটকালীন এই সময়ে এসব শিক্ষার্থীদের অর্থ বিকাশের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করেছে। এছাড়া আরও ৭০০ শিক্ষার্থীকে বৃত্তি দিতে অ্যালামনাই একটা তালিকা প্রস্তুত করেছে। প্রতিটি বিভাগের শিক্ষকদের সমন্বয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে৷ শিক্ষক সমিতি শিক্ষার্থীদের সহায়তার ক্ষেত্রে এই তালিকার সহায়তা নিবে৷ এছাড়া আরও যাচাই করে এরইমধ্যে যারা সহযোগিতা পেয়েছেন তাদেরকে এই তালিকার বাইরে রেখে সহায়তা করা হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ