শিরোনাম
৭ জুলাই, ২০২০ ১৪:০৯

স্টেট ইউনিভার্সিটিতে পুরোদমে অনলাইন ক্লাশ শুরু

প্রেস বিজ্ঞপ্তি

স্টেট ইউনিভার্সিটিতে পুরোদমে অনলাইন ক্লাশ শুরু

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) চলতি গ্রীষ্মকালীন সেমিস্টারের আওতায় ১ জুলাই থেকে সকল অনলাইন ক্লাস পুরোদমে শুরু হয়েছে। এসইউবির সাতমসজিদ সড়কস্থ মেইন ক্যাম্পাস, কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাস ও পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাস এর সবক'টি বিভাগের আওতায় এসব ক্লাস পরিচালিত হচ্ছে।

করোনাজনিত পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী এ সময়ে ঢাকার বাইরে অবস্থান করলেও তারা কেউই এসব অনলাইন ক্লাসে অনুপস্থিত থাকছেন না। বরং বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে সব ধরনের ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে তারা অধিকতর মনোযোগ ও নিষ্ঠার সাথে এসব ক্লাসে অংশ নিচ্ছেন। অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে, কোভিড-১৯ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে নতুন ঝুঁকি ও সমস্যা তৈরি করলেও একইসঙ্গে তা নতুন বৈপ্লবিক সম্ভাবনাও সৃষ্টি করেছে।

এসইউবি মনে করছে, অনলাইন ক্লাশ নিয়ে এতদিন পর্যন্ত বিভিন্ন মহলে নানামাত্রিক যেসব মিশ্র প্রতিক্রিয়া ছিল, এখন থেকে বাস্তব চর্চার মধ্য দিয়ে সেসবের অনেকখানিই ক্রমান্বয়ে কেটে যাবে। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের সার্বিক স্বার্থের কথা চিন্তা করে এসইউবি প্রত্যেক বিভাগের অধীনেই অনলাইন ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেয়া হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর