১৬ জুলাই, ২০২০ ১৪:৩৬

কলেজের নাম পরিবর্তন নিয়ে বরিশালে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কলেজের নাম পরিবর্তন নিয়ে বরিশালে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি কর্মসূচি

সরকারি বরিশাল কলেজের নাম অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ করার পক্ষে-বিপক্ষে আবারও পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বরিশালে। নগরীর সদর রোডে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচীতে ভীতি ছড়িয়ে পড়ে সাধারন মানুষের মাঝে। নগরীর প্রধান এই সড়কে ঘণ্টাকালেরও বেশী সময় ধরে সৃষ্টি হয় অচলাবস্থার। 

সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত্বের নামে নামকরণ বাস্তবায়ন কমিটি বৃহস্পতিবার সকাল ১১টায় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সংবাদ সম্মেলন করে তাদের দাবী পুনর্ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর দাবী সংবলিত পৃথক স্মারকলিপি দেন। একই দাবীতে আগামী রবিবার বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মাকলিপি প্রদানের ঘোষণা দেন নামকরণ বাস্তবায়ন কমিটির নেতারা। 

অপরদিকে একই সময় নগরীর সদর রোডে সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে ৭ দিনের গণসাক্ষর আদায় কর্মসূচি পরিচালনা করা হয়েছে। দ্বিতীয় দিনেও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের গণসাক্ষর আদায় করেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব বাতিলে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। এই দাবিতে গণতান্ত্রিক আন্দোলন চলবে বলে ছাত্র নেতারা হুঁশিয়ারি দেন। 

এদিকে কলেজের নাম পরিবর্তন ইস্যুতে টানা দ্বিতীয় দিনের মতো নগরীর ব্যস্ততম সদর রোডে পাল্টাপাল্টি কর্মসূচিতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। জনদুর্ভোগ চরমে ওঠে। একই স্থানে পক্ষে-বিপক্ষের কর্মসূচিতে সাময়িক উত্তেজনা ছড়ায় সদর রোডে। তবে বিপুল সংখ্যক পুলিশ সতর্কাবস্থায় থাকায় কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। 

সাংস্কৃতিক কর্মীদের দাবির মুখে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের প্রস্তাব গত ফেব্রুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এর প্রেক্ষিতে শিক্ষা বোর্ডের মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে চলমান পরিস্থিতিতে এ বিষয়ে মন্ত্রণালয়ে কোন মতামত না দেয়ার কথা বলেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।    

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর