জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল ২৭ জুলাই ঢাকায় শুরু হয়েছে “ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০”। বছরব্যাপী ভার্চুয়াল এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত সম্মেলনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওআইসির সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/ফারজানা