১ ডিসেম্বর, ২০২০ ২২:০০

জবিতে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ ছাত্রদলের

অনলাইন ডেস্ক

জবিতে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ ছাত্রদলের

ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। ছাত্রদলের অভিযোগ, আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ছাত্রলীগ এ হামলা করে। তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করেছে।

ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, রাজধানীর পুরান ঢাকার বংশালের মোগলটুলির একটি স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে পদপ্রত্যাশী নেতা-কর্মীরা ক্যাম্পাসে আজ বিক্ষোভ মিছিল করেন। 

সুমন সরদার নামের এক ছাত্রদল নেতা বলেন, ‘সকালে মিছিল শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পেছন দিকে থেকে ধর ধর বলে ইটপাটকেল ছুড়তে থাকেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। পরে আমরা প্রধান ফটকের সামনে অবস্থান নিলে হামলাকারীরা সরে যান।’

ছাত্রলীগের কারা হামলা করেছে, তা জানাতে চাইলে সুমন সরদার বলেন, ‘ছাত্রদলের ওপর সাধারণ শিক্ষার্থীরা হামলা করতে পারেন না। ক্যাম্পাসে ছাত্রলীগ একক আধিপত্য কায়েম করছে। তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।’

বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কমিটি নেই। অভিযোগ বিষয়ে শাখা ছাত্রলীগের সবশেষ সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে জানি না। করোনা সংক্রমণ রোধে ক্যাম্পাস বন্ধ। ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর এই সময় ক্যাম্পাসে কাজ নেই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘হামলার বিষয়ে কোনো অভিযোগ আসেনি। ছাত্রদলের পক্ষ থেকেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার জন্যও কোনো অনুমতি নেওয়া হয়নি।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর