তিন দফা দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ রাজু ভাস্কর্যে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশের বাধায় তারা কর্মসূচি পালন করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা রাজু ভাষ্কর্যে কর্মসূচি শুরু করতে চাইলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের সেখান থেকে সরে যেতে বলে। সরে যেতে না চাইলে পুলিশ ও প্রক্টোরিয়াল টিমের সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জানতে চাইলে কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা তিন দফা দাবি নিয়ে রাজুতে মানবববন্ধন ও অবস্থান করতে এসেছিলাম যাতে আমরা আমাদের বিষয়ে ঢাবি প্রশাসনের সিদ্ধান্ত জানতে পারি। কিন্তু আমাদের সেই যৌক্তিক আন্দোলনে পুলিশ ও প্রক্টোরিয়াল টিম বাধা দেয়। তারা আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে। আমরা এখন আপাতত আমাদের কার্যক্রম স্থগিত করেছি। আমরা পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করবো।
বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, করোনার এই সময়ে তারা অযৌক্তিক দাবি নিয়ে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিলো। তাদের স্ব স্ব প্রতিষ্ঠান গিয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। তাদের দাবি একাডেমিক, সেটা একাডেমিক্যালি দেখার পরামর্শ দিয়েছি। তারা কয়েকদিন পর পর কোনো ধরনের আলোচনা বা যৌক্তিক দিক বিবেচনা না করেই দাবি জানাচ্ছে। আমরা তাদের বিধি-বিধান মোতাবেক চলার পরামর্শ দিয়েছি।
এর আগে, গত ১৭ জানুয়ারি সাত কলেজের ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়াসহ তিন দফা দাবিতে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। তাদের অন্য দাবিগুলো হল, সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়া ও সাত কলেজে সিমেস্টার পদ্ধতি চালু করা।
বিডি প্রতিদিন/হিমেল