বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির আবেদনের সময় বাড়িয়ে আগামী ৩ মে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে। আজ শনিবার বুয়েটের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুয়েটের ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয় গত ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে। আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আজ ২৪ এপ্রিল বিকাল ৩টায়। কিন্তু বিদ্যমান লকডাউনের কারণে আবেদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় আবেদনের সুযোগ আরও ৯ দিন বাড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক