রাজধানী ঢাকার লালমাটিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজটির যাত্রা শুরু হয়। ড্যাফোডিল ফ্যামিলির কর্ণধার, শিক্ষানুরাগী ও সমাজসেবী ড. মো: সবুর খান কলেজটির প্রতিষ্ঠাতা।
কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নের সুযোগ রয়েছে। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি, বিবিএ, সিএসই, ফিন্যান্স ও মার্কেটিং বিষয়সমূহে অনার্স কোর্স চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন।
কলেজটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক দ্বারা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যোগ্য সুনাগরিক গড়ে তোলা। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে দক্ষতার উন্নয়ন ঘটানো এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করা।
প্রত্যেক শিক্ষার্থীকে দেশে ও বিদেশে উচ্চ শিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলা। সহপাঠ কার্যক্রমকে উৎসাহিত করা এবং নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটানো। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সময়নিষ্ঠা চর্চায় উৎসাহিত করা এবং তাদেরকে দায়িত্ব সম্পর্কে সচেতন করা। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখা।
সুবিধা: ১. নিজস্ব সুপ্রশস্ত কলেজ ভবন ও শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ। এ+ প্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (ডিআইসি) হতে এইচএসসি-উত্তীর্ণ শিক্ষার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ (ডিআইইউ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, এমিনেন্স কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি এডমিশনে ২০% থেকে ১০০% পর্যন্ত বৃত্তি।
করোনাকালীন কার্যক্রম: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বিভিন্ন প্লাটফর্ম (যেমন জুম, গুগল ক্লাসরুম ইত্যাদি ) ব্যবহার করে অনলাইনে ৯ টি শাখায় প্রায় ১৪,০০০টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্লাটফর্ম'র মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ অনুশীলনের আওতায় আনা হয়েছে এবং কুইজ, হ্যান্ডনোট, অ্যাসাইনমেন্ট ইত্যাদি আদান-প্রদান করা হচ্ছে। জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে নিয়মিত। অনুষ্ঠিত হচ্ছে নানা প্রকার অনলাইনভিত্তিক সৃজনশীল প্রতিযোগিতা।
মানবিক উদ্যোগ: দরিদ্র অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মানবতার দেয়াল স্থাপন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অনলাইন ক্লাস ও পরীক্ষা গ্রহণ কার্যকর করতে দরিদ্র শিক্ষার্থীদের মোবাইল প্রদান, এইচএসসি-পরবর্তী উচ্চ শিক্ষা গ্রহণের উপযোগী করে গড়ে তুলতে বিশেষভাবে শিক্ষাদান ইত্যাদির মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ সর্বদা মানবিক উদ্যোগ নিয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির