১৬ অক্টোবর, ২০২১ ২০:৩১

শাবিতে কাল ফাইজারের টিকা পাবেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবিতে কাল ফাইজারের টিকা পাবেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে টিকা কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কর্তৃপক্ষ। আজ শনিবার প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের ১৯৫ জন শিক্ষার্থীকে ফাইজার টিকা প্রদান করা হয়েছে। আগামীকাল রবিবার স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন মেডিক্যাল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন। এছাড়া আজকে যেসকল শিক্ষার্থী টিকা দিতে পারেননি তাদেরকেও আগামীকাল টিকা প্রদান করা হবে।  

এর আগে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আগামী ২৫ অক্টোবর হল খুলে দেয়া হবে। আমরা অন্তত একটি টিকা নিশ্চিত করে শিক্ষার্থীদেকে হলে উঠাতে চাই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন বিদেশে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় না পড়েন সেজন্য আমরা ফাইজারের টিকা দিচ্ছি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর