দুই দিনব্যাপী আয়োজিত হয়েছে দ্বিতীয় ‘এআইইউবি আন্তর্জাতিক বিজনেজ অ্যান্ড ম্যানেজমেন্ট সম্মেলন’ (এআইসিবিএম)-২০২১। ‘আন্তর্জাতিক বাণিজ্যে দৃষ্টান্তমূলক পরিবর্তন’কে মূল প্রতিপাদ্য রেখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ২৯-৩০ অক্টোবর এই সম্মেলনের আয়োজন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’র ফ্যাকাল্টি অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এআইইউবি’র উপাচার্য ড. কারমেন জেড লামাগনা, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আবু তাহের, ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. লাভি রাজগুপ্ত, আইবিএ’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেন ও গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আযমান।
উদ্বোধনী প্ল্যানারী সেশনে বক্তব্য প্রদান করেন টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটির (করপাস ক্রিসটি) বিপণন ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. আবু এন এম. ওয়াহিদুজ্জামান। এছাড়াও ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে অংশগ্রহণ করেন রোটারিয়ান মো. মাশেকুর রহমান খান।
সম্মেলনে দেশি-বিদেশি ৫৫ জন গবেষক তাদের গবেষণা ও ফলাফল উপস্থাপন করেছেন। এছাড়া মিত্তাল স্কুল অব বিজনেজ (এলপিইউ, ভারত)-এর ডিন অধ্যাপক ড. রাজেশ বর্মা, নোমান গ্রুপের জাবের এন্ড জুবায়ের ফ্যাব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের, এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আমরান হোসেন, যান্ত্রিকের পরিচালক শুভ আল ফারুক, গ্লোব ফিশারিজ লিমিটেডের সেলস ম্যানেজার মাহমুদ আলম স্বাক্ষর তাদের অভিজ্ঞ মতামত বিনিময় করেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীসহ ৫০০-এর অধিক অংশগ্রহণকারী ১১টি সেশনে যোগদান করেছেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. চেরি'সি ইয়াতারালদে, ডিন, কলেজ অব বিজনেজ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, অ্যাঞ্জেল্স ইউনিভার্সিটি ফাউন্ডেশন, ফিলিপাইন। সমাপনী বক্তব্য প্রদান করেন এআইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান।
সমাপনী দিনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের আয়োজক সদস্য এআইইউবি’র ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. চার্লস ভিলানুয়েভা, এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. নিসার আহমেদ, বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ফারহিন হাসান। এ সম্মেলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্প গোষ্ঠীর একসঙ্গে কাজ করার হার বৃদ্ধি লক্ষ করা যায়।
বিডি প্রতিদিন/এমআই