জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবেলা হলো ২১ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হতে পারে জলবায়ু বিপর্যয় মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট। এই বিপর্যয় হতে মানব জাতির মুক্তির উত্তরণের জন্য জাতিসংঘের নেতৃত্বে স্কটল্যান্ডের সবচেয়ে জনবহুল ও যুক্তরাজ্যের চতুর্থ জনবহুল নগরী গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে কপ-২৬ সম্মেলন।
সম্মেলনে ১২০টি দেশের সরকার প্রধানগণ এবং তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগদান করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য প্রদান করেছেন।
কূটনৈতিক ব্যক্তিগণ ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ছাত্র-শিক্ষক, গবেষক, বৈজ্ঞানিকসহ নানা পেশার মানুষ।
সম্মেলন যুক্ত হয়েছেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিজ্ঞান অনুষদের ডিন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। বায়ুমণ্ডলীয় দূষণ ও জলবায়ু পরিবর্তন নিয়ে অধ্যাপক ড. কামরুজ্জমান দীর্ঘ দিন কাজ করছেন, এজন্য তিনি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) প্রতিষ্ঠা করেন।
আশা করা যাচ্ছে, জাতিসংঘের আয়োজিত এই সম্মেলন হতে আহরিত জ্ঞান ও গবেষণাধর্মী কাজের মাধ্যমে তিনি দেশের জলবায়ু পরিবর্তন ও বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে কাজ করে যাবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর