শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এসময় ‘শাবিপ্রবি’র পাশে বরিশাল’সহ বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন শিক্ষার্থীরা।
কর্মসূচি চলাবস্থায় বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাহুল দাস, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিন, নুসরাত জাহান মীম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সুজয় শুভ ও ছাত্র ইউনিয়ন সদস্য জয়দেব সাহাসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা শাবিপ্রবি’র উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
বিডি প্রতিদিন/ফারজানা