বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি), আই এ এইচ এস, বিবিএমএইচ, আনোয়ারা নূর নার্সিং ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে ২১ শে ফ্রেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারী সোমবার সকালে ইউএসটিসি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে চট্টগ্রামের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।
প্রভাতফেরীতে ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, উপ উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, আইএএইচএস-এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. রমা বড়ুয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান শাহিনুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সদস্যসহ ইউএসটিসি, আইএএইচএস, বিবিএমএইচ, এএনএনআই-এর বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল