যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ দোয়া।
অমর একুশের সত্তর বছরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, আবাসিক হলসমূহ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া। শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আরো বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম. ময়নুল হক।
বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ দিবসের সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল