বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২০-২১ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অংশ হিসেবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মানদণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করায় এর কার্যক্রম পরিদর্শন ও নলেজ শেয়ারিং এর অংশ হিসেবে মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহেরের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম শনিবার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিনিধি দল বার্ষিক কর্মসম্পাদন, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনাসহ উল্লেখযোগ্য কার্যক্রম পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের সাথে নলেজ শেয়ারিং কর্মশালায় যোগদান করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয় কর্তৃক উপস্থাপিত কার্যক্রমের অগ্রগতিতে ইউজিসি প্রতিনিধিদল গভীর সন্তোষ প্রকাশসহ উচ্ছ্বসিত প্রশংসা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও অর্জনকে এগিয়ে নিতে ইউজিসি সার্বিক সহযোগিতা অব্যহত রাখার আশ্বাস প্রদান করেন।
নলেজ শেয়ারিং কর্মশালায় বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের এপিএ’র সভাপতি প্রফেসর ড. এম. ময়নুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের।
প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় সমূহকে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে, সাথে সাথে জ্ঞান সৃষ্টি, জ্ঞান সংরক্ষণ ও জ্ঞান বিতরণে অধিক যত্নশীল হতে হবে, তবেই বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পৌঁছাতে আমরা সক্ষম হবো। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
কর্মশালায় বশেমুরকৃবি’র পক্ষে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো: আবিয়ার রহমান এবং ইউজিসি’র পক্ষে সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল পয়েন্ট মো: গোলাম দস্তগীর বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়ন সম্পর্কিত কার্যক্রম উপস্থাপন করেন। কর্মশালায় ইউজিসি ও বশেমুরকৃবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন