আগামী ১ জুলাই ১০২তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উদযাপনে চলতি বছর আয়োজন করা হবে গবেষণা-প্রকাশনা মেলা। ১ জুলাই থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী এ আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক সভা আজ রবিবার আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। সভায় ১০২তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং গবেষণা-প্রকাশনা মেলা আয়োজনের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১ জুলাই সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচি এবং গবেষণা-প্রকাশনা মেলা আয়োজিত হবে। তিন দিনব্যাপী ওই মেলায় অনুষদসমূহের জন্য ১০টি এবং ইনস্টিটিউটসমূহের জন্য ১টি প্যাভিলিয়ন থাকবে। মেলায় গবেষণা-প্রকাশনা সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাইডলাইন ইভেন্ট থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এসব আয়োজনের উদ্বোধন করবেন। এছাড়া একই দিন সকাল সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ