জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের পরিবর্তে একাডেমিক ভবন নির্মাণ করাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি মুরাদ চত্বর থেকে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন মিছিলে।
বিক্ষোভ মিছিলের পর বক্তারা বর্তমান লাইব্রেরি ভবন না ভেঙে নতুন লাইব্রেরি নির্মাণ, শিক্ষকদের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনসমূহ ভেঙে সেখানে তাদের বেতন কাঠামোর সঙ্গে মানানসই নতুন ভবন নির্মাণ এবং প্রকল্পের ব্যয়ের স্বচ্ছতা ও মান নিশ্চিতে তদারক কমিটি গঠনের দাবি জানান।
সকল অংশীজনের মতামতের ভিত্তিতে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, “বিদ্যমান নতুন প্রশাসনিক ভবনটি পূর্ণাঙ্গ নয়। আগে এটি পূর্ণাঙ্গ করতে হবে। মিথ্যাচার করে ডিপিপিতে মাত্র একটি প্রশাসনিক ভবনের উল্লেখ করে তৃতীয় প্রশাসনিক ভবনের জন্য ১৩৭ কোটি টাকা নতুনভাবে অপচয়ের পরিকল্পনা করছে বর্তমান প্রশাসন। আমরা অনুরোধ করব শিক্ষার্থীদের মতামতের প্রধান্য দিন। লাইব্রেরি ভবন করেন কিন্তু এটি ভেঙে নয়। দুটি লাইব্রেরি থাকলে কারও কোনও সমস্যা থাকার কথা নয়।”
জনগণের মূল্যবান টাকার অপচয় না করে উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার দাবি জানিয়ে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, “প্রকল্পের টাকা আমাদের যতটুকু দরকার ততটুকু খরচ করুন। ব্যক্তিগত উন্নয়নের পাঁয়তারা বাদ দিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করবে জাবি প্রশাসন, এটাই আমাদের প্রত্যাশা।”
বিডি প্রতিদিন/কালাম