২৫ জুন, ২০২২ ১৫:৫৮

বিএনপি-জামায়াত জনগণের প্রতিপক্ষ : রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি

বিএনপি-জামায়াত জনগণের প্রতিপক্ষ : রাবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, সারা বাংলাদেশে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আওয়ামী লীগ সরকার কতটা জনপ্রিয়। আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ নেই। বিএনপি-জামায়াত জনগণের প্রতিপক্ষ। আওয়ামী লীগ মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানে ক্ষমতা আকড়ে থাকা না।'

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য।

এদিন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সকাল ১০টা থেকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের উত্তর চত্বরে সংগীত বিভাগের উপস্থাপনায় পদ্মা সেতুর থিম সং ও শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষার্থীদের পরিচালনায় সংগীত পরিবেশন করা হয়। বেলা ১০:৩০ মিনিটে এক আনন্দ র‌্যালি রাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় সিনেট ভবনে এক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'পদ্মা সেতু আধুনিক প্রযুক্তির অনন্য উদাহরণ। প্রমত্তা পদ্মার বুকে এমন সেতু তৈরি করা একটা বড় বিষয়। আরেকটা বিষয় হলো এটা শেখ হাসিনার মানবিক প্রজ্ঞা, আধুনিক প্রযুক্তি ও বহুজাতিক জ্ঞানের সমন্বয়েই তৈরি করা হয়েছে। এটা শুধু সেতু না। পঞ্চাশটি দেশের এখানে অংশগ্রহণ আছে তাদের মেধা, শ্রম ও প্রজ্ঞার মাধ্যমে। তবে মূল প্রজ্ঞাবান শেখ হাসিনার নেতৃত্বেই এই সেতু হয়েছে। বাঙালি জাতির একটা আকাঙ্ক্ষার দারিদ্র্যতা আছে, সেই দারিদ্র্যতাকে ভেঙে দিয়েছে পদ্মা সেতু।'

তিনি আরো বলেন, 'সমগ্র মানবজাতির অগ্রগতিতে পদ্মা সেতু টেক্সটবুক হিসেবে বিবেচিত হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু কন্যা সেই সোনার বাংলার কাছে চলে এসেছেন বা শুরু করে দিয়েছেন।'

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক। উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এই আলোচনায় ইতিহাস বিভাগের প্রফেসর মো. আবুল কাশেম, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অর্থনীতি বিভাগের প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর মো. খলিলুর রহমান খান পদ্মা সেতুর গুরুত্ব ও তাৎপর্য এবং জাতীয় উন্নয়নে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডেসহ অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

বিডি-প্রতিদিন/বিএইচ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর