২৫ জুন, ২০২২ ১৮:০০

সম্মিলিত সহায়তায় বেঁচে যাবে শেকৃবির ছাত্র খালিদ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সম্মিলিত সহায়তায় বেঁচে যাবে শেকৃবির ছাত্র খালিদ

শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৬৯তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ সারকোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার এ রোগের চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা এ শিক্ষার্থী ও তার পরিবারের পক্ষে এ চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে উঠেছে।

সম্প্রতি মেধাবি এ শিক্ষার্থী দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষা লাভের জন্য স্কলারশিপপ্রাপ্ত হন। ক্যান্সার আজ তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্মিলিত মানবিক সহায়তাই পারে তার জীবনে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে। খালিদ সাইফুল্লাহর পরিবার-স্বজন ও তার বন্ধুরা সবার কাছে মানবিক অর্থ সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর