২৭ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৪৪

ইবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাহী-আজাহার

ইবি প্রতিনিধি:

ইবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাহী-আজাহার

বাম থেকে মাহী ও আজাহার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ফারজানা ইসলাম মাহী সভাপতি ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের আজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার সংগঠনটির বরণ-বিদায় ও কর্মশালা অনুষ্ঠান শেষে এ কমিটি ঘোষণা করা হয়। 

২৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সুমাইয়া তাবাচ্ছুম অমি ও সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান ও আবু তালহা আকাশ, সাংগঠনিক সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়া, দপ্তর সম্পাদক রনি সাহা, উপ-দপ্তর সম্পাদক আরোশি আঁখি ও আবু সায়েদ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান।

সহকারী কোষাধ্যক্ষ প্রতাপ পাল, কমিউনিকেশন লিড সামিহা আক্তার চৌধুরী, হেড অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন পল্পব আহমেদ সিয়াম, হেড অব আইটি অ্যান্ড ডিজাইন মুসাদ্দিকুর রহমান ফাহিম, ডেপুটি হেড অব আইটি অ্যান্ড ডিজাইন সাজ্জাদ হোসেন সৈকত, হেড অব এন্ট্রিপ্রিনিয়রশিপ আঁখি আলমগীর, হেড অব রিসার্চ তৌহিদ আহমেদ খান, ডেপুটি হেড অব রিসার্চ অনন্যা রহমান।

হেড অব হাইয়ার স্ট্যাডি শিহাব উদ্দিন, ডেপুটি হেড অব হাইয়ার স্ট্যাডি মাহবুবুল ইসলাম হৃদয়, হেড অব বিসিএস রবিউল ইসলাম লাভলু, হেড অব হিউম্যান রিসোর্চ রিয়াজ হাসান রবিন, ডেপুটি হেড অব হিউম্যান রিসোর্চ মুশফিকুর রহমান, হেড অব কন্টেন্ট রাইটিং মিতানুর রহমান, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সুকান্ত দাস এবং ডেপুটি হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে সোহেল রানা।

নব নির্বাচিত সভাপতি ফারজানা ইসলাম মাহী বলেন, ‘আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ক্লাবকে এগিয়ে নিতে সকলের সহযেগিতা কামনা করছি।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর