স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের ৬৭তম জন্মদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠানের শুরুতে ড. এম. এ. হান্নান ফিরোজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং স্মৃতিচারণ করা হয়। এরপর দোয়ার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ট্রেজারার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রধান, শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ