রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছেন প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে ‘কেউ পাবে না কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘তুমি কে, আমি কে বঞ্চিত, বঞ্চিত’, এমন নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সভাপতি ইহতেশামুল হক ইবনুর বলেন, এই কর্মসূচি ৯ বছর ধরে আমরা পালন করে আসছি। কারণ আমাদের মাঝে প্রেম ও ভালোবাসার অভাব। অবশ্যই আমরা প্রেমের বিরুদ্ধে না, আমরা তাদেরই বিরুদ্ধে যারা একাধিক প্রেম করে। পবিত্র প্রেমের নামে এই বৈষম্য চাই না। আমরা চাই সমতা। এজন্য আমাদের আজকেই এই কর্মসূচি।
উল্লেখ্য, সমাবেশ শেষে প্রেম বঞ্চিত সংঘের কমিটি গঠন করা হয়। এতে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইহতেশামুল হক ইবনুরকে সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী আসানাবিল আবীরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই