পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস চলবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
উল্লেখ্য, এতদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস- রীক্ষা সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলমান ছিল। নতুন সময়সূচি অনুযায়ী সে সময় আধাঘণ্টা কমানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ