দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানান তিনি।
শুভেচ্ছা বর্তায় উপাচার্য বলেন, নতুন রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। তিনি একাধারে আইনজীবী, সাংবাদিক, বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার কর্মঅভিজ্ঞতা ও নেতৃত্বগুণে দেশের ক্রমবর্ধমান উন্নয়নযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে আমরা বিশ্বাসী। একইসাথে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
১৯৪৯ সালে পাবনা জেলায় জন্ম গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। এ সময় মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
শিক্ষাজীবনে ১৯৬৬ সালে এসএসসি, ১৯৬৮ সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি ও ১৯৭১ সালে (অনুষ্ঠিত ১৯৭২ সালে) বিএসসি পাস করেন তিনি। ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন আইন কলেজ থেকে ১৯৭৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি জেলা জজ ও দুর্নীতি দমন কমিশনে দায়িত্ব পালন করেছেন।
সোমবার বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত