ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিটে’র আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সাতটি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ‘বিজ্ঞান ইউনিটে’ ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ৭৯ জন।
এদিকে, শুক্রবার সকালে কার্জন হল কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এবং প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানসহ সংশ্লিষ্টরা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশুভ ও প্রতারকচক্রের গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
‘মোখার কারণে পেছাবে না ভর্তি পরীক্ষা’
ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। অধ্যাপক সামাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা যথারীতিতে চলবে। ঘূর্ণিঝড়টি কক্সবাজার ও এর আশপাশ এলাকায় রবিবার আঘাত হানার কথা রয়েছে। তাই আমাদের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
শনিবার ‘ব্যবসায় শিক্ষা ইউনিটে’র ভর্তি পরীক্ষা
শনিবার অনুষ্ঠিত হবে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটে’র ভর্তি পরীক্ষা। ইউনিটটিতে এক হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৩৬৮ টি। সে হিসেবে আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন।
বিডিপ্রতিদিন/কবিরুল