জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘জ্ঞানভিত্তিক ও দক্ষতা-নির্ভর প্রজন্ম গড়ার লক্ষ্যেই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রাম প্রবর্তন করা হয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন নিশ্চিত করা। এর মূল উদ্দেশ্য শুধু পেশাগত উৎকর্ষতা অর্জন নয়।’
শুক্রবার রাজধানীর শুক্রাবাদে ইসলাম টাওয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি কোর্সের ক্যাম্পাস প্রাঙ্গণে ‘স্কিল বেইজড পিজিডি প্রোগ্রাম-২০২৩’ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হলো। এই কোর্সে ৭টি বিষয়ে শিক্ষার্থী ভর্তি হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও পিজিডি কোর্সের নবীন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল