ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল সোমবার দুপুর একটায় প্রকাশ করা হবে।
রবিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়- প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
উল্লেখ্য, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচ হাজার ৯৬৫ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভর্তির আবেদন জমা পড়েছিলো ২ লাখ ৯৮ হাজার ৫০০টি। সেই হিসাবে প্রতি আসনের জন্য এবার ৫০ জন শিক্ষার্থী লড়েছেন।
চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। অন্যদিকে, বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৫ শিক্ষার্থী আবেদন করেছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ