গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত মোট ২৯ দিনের ছুটি শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।
আর এ ব্যাপারে বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
আর অফিসসমূহ ১১ থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন বন্ধ ও ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগসমূহ যেমন- পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা ও টেলিফোন প্রভৃতি যথারীতি চালু থাকবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন