জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের অধ্যাপক মো. গোলাম মোয়াজ্জাম।
রবিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯ (১) ধারা বলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোয়াজ্জামকে বিভাগের সভাপতি নিয়োগ করা হলো।
আগামী ২৬ জুন থেকে ৩৬ মাসের জন্য ড. মো. গোলাম মোয়াজ্জাম এ দায়িত্ব পালন করবেন। দায়িত্বে থাকাকালীন তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে বলা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ