জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ “শুদ্ধাচার চর্চা করি, সুশাসন প্রতিষ্ঠা করি, সোনার বাংলা গড়ি” স্লোগানে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. রশিদ প্রশাসনিক ভবনের সমানের থেকে শুরু হয় সচেতনতামূলক শুদ্ধাচার বিষয়ক এই র্যালি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শুদ্ধাচার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করণে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয়।
র্যালিতে ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, কম্পট্রোলার (ভারপ্রাপ্ত), ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টারর প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন