চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুরের হাবিপ্রবির প্রগতিশীল শিক্ষক ফোরাম।
সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরাম।
মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক ফোরাম সভাপতি প্রফেসর ড. বলরাম রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রফেসর ড. মো. নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হারুন-উর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, প্রফেসর ড. মো. মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: সাদেকুর রহমান প্রমুুুুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন