জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দেয়াল ভেঙে ফেলেছে স্থানীয় বহিরাগতরা। হঠাৎ করে স্থানীয়রা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি সোটা নিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণাধীন সীমানা প্রাচীরের দেয়াল ভাঙা শুরু করে।
সোমবার দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী।
তিনি জানান, আমরা খবরটি শুনতে পেরে সাথে সাথে দ্বিতীয় ক্যাম্পাসে গিয়েছি। কেন স্থানীয় লোকজন হঠাৎ করে আমাদের ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দেওয়ালটি ভেঙে ফেলেছে আমরা জানি না। তবে স্থানীয়রা বলেছেন, সরকারি জায়গায় দেয়াল নির্মাণ করায় তারা এটি ভেঙে ফেলতে এসেছে।
তিনি আরও জানান, আমরা এখন স্থানীয় প্রশাসন এবং পুলিশকে খবর দিয়েছি। তারা আসার পরে স্থানীয় লোকজন চলে গেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন