আগামী ২৪ জুন থেকে ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। একইসঙ্গে ২২ জুন হল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ফলে ছুটি শুরুর আগেই হল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জুন) ছুটির বিষয়টি বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। হল বন্ধের বিষয়টি প্রভোস্ট কাউন্সিল সভাপতি নিশ্চিত করেছেন।
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি ও ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ জুন থেকে ক্যাম্পাস বন্ধ থাকবে। ছুটি শেষ হবে আগামী ৫ জুলাই। তবে ৬ ও ৭ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ৮ জিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে। এদিকে ২৪ জুন ক্যাম্পাস বন্ধ হলেও আবাসিক হলসমূহ ২২ জুন থেকে বন্ধের সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী ৫ জুলাই ছুটি শেষ হলেও হল খুলবে ৭ জুলাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, একাডেমিক ক্যালেন্ডারে ২৪ তারিখ থেকে ছুটি হওয়ায় শেষ দিনই বাড়ি ফেরার টিকিট কেটেছি। ২২ জুন হল বন্ধ হলে টিকিট ফেরত দিতে হবে। অন্য দিকে বাসে ফিরতে হলেও গুণতে ট্রেনে ভাড়ার তিনগুণ টাকা। বাড়ি ফেরা দুশ্চিন্তায় রয়েছি আমরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত হাসান বলেন, ‘আমরা বাড়িতে যাওয়ার জন্য ২৪ তারিখ টিকিট কেটেছি। এখন নতুন করেও ২ দিন আগে টিকিট সম্ভব না। তাহলে আরও এক সপ্তাহ আগে সিদ্ধান্ত জানানো উচিত ছিল। তাহলের আর ভোগান্তিতে পড়তে হত না। বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শার্মা বলেন, ‘যেহেতু ২২ তারিখ থেকে অফিসসমূহ বন্ধ এজন্য এদিন থেকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও ২ দিন ছুটি বেশি পেল। যেহেতু ওই দুইদিন কারো ক্লাস পরীক্ষা নাই, তাই আমরা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিয়েছি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন